শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে কাটায় ৫ গরুর মৃত্যু, বাকরুদ্ধ দরিদ্র কৃষকরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

ট্রেনে কাটায় ৫ গরুর মৃত্যু, বাকরুদ্ধ দরিদ্র কৃষকরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের স‌ন্নিক‌টে চলন্ত ট্রেনের ধাক্কায় চার দরিদ্র কৃষকের ৫টি গরুর মৃত্যু হয়েছে। এতে ওই চার কৃষকের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার বিকেল ৪টার দি‌কে খুলনা হতে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গরুগুলোর মৃত্যু হয়। এ ঘটনার পর দরিদ্র চার কৃষক তাদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এলাকাবাসীও কৃষকগুলোর অসহায়ত্ব দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী উথলী গ্রামের ইদ্রিস আলী জানান, সোমবার বিকেল ৪টার সময় গ্রামের বিশ্বাস পাড়ার আব্দুল হাসেমের ছেলে দরিদ্র কৃষক আব্দুস সামাদ, ফজর মন্ডলের ছেলে মসলেম উদ্দীন, আজিজুল মন্ডলের ছেলে মমিন হোসেন এবং আব্দুর রশিদের ছেলে তপন তাদের পালিত গরুগুলো উথলী রেলস্টেশনের পার্শ্ববর্তী রেললাইনের পাশে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় খুলনা হতে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন গরুগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫টি গরুর মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. মসলেম উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় আমার ১টি গরু, আব্দুস সামাদের ২টি, মমিন হোসেনের ১টি এবং তপনের ১টি গরু মারা গেছে।

উথলী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু বলেন, আমার ওয়ার্ডের দরিদ্র ৪ জন কৃষকের ৫টি গরু ট্রেনের ধাক্কায় মারা গেছে। এ ঘটনায় কৃষকরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ৪টি গরুর মৃত্যুতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]