সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের ৭ ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

৭৩ কোটি টাকার ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের সাত ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার বিকেলে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যবসায়ীরা হলেন, এএফসি হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান, পরিচালক মো. আফজল, মো. জিয়া উদ্দিন, সাইদুল আমিন, মো. শামসুদ্দোহা তাপস, এস.এম. সাইফুর রহমান এবং মাহবুব আরব মজুমদার।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

তিনি বলেন, আদেশে বিচারক উল্লেখ করেন- ওয়ান ব্যাংক নগরের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি সাত ব্যবসায়ী। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি ওয়ান ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। ব্যবসায়ীদের পার্সোনাল গ্যারান্টিতে ব্যাংক ঋণ দেয়। এছাড়া ঋণ দুইবার পুন তফশিল করা হলেও ব্যবসায়ীরা তা পরিশোধ করেননি। এ অবস্থায় তারা দেশ ত্যাগ করতে পারেন না।

দেশত্যাগ করলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ জন্য আদালত সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]