বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন নান্দাইলের জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন নান্দাইলের জাকারিয়া

পিএইচপি কোরআনের আলোর ১৪ তম আসরের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইলের হাফেজ জাকারিয়া হোসাইন।

সে উপজেলার ১২ নম্বর জাহাঙ্গীরপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের রায়পাশা গ্রামের জয়নাল আবেদী ও খাদিজা আক্তার পারভীন দম্পতির পুত্র। দুই ভাইয়ের মধ্যে হাফেজ জাকারিয়া হোসাইন বড়।

হাফেজ জাকারিয়া হোসাইন জানান, এবার পিএইচপি কুরআনের আলোর চূড়ান্ত প্রতিযোগিতা হবে দুবাইয়ে। প্রতিযোগিতায় বাংলাদেশসহ কয়েকটি দেশের প্রতিযোগি অংশ নেবে। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। আশা করি, ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম বয়ে আনতে পারবো। সবার কাছে দোয়া চাই।

কিশোরগঞ্জের নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করছেন। এর আগে স্থানীয় রায়পাশা বায়তুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও পরে ঢাকার একটি স্বনামধন্য মাদরাসা থেকে হেফজ বিভাগ শেষ করেন।

নিউ আদর্শ নূরানী হাফিজিয়ার মুহতামিম মাওলানা এরশাদুল হক বলেন, প্রাথমিক বাচাইয়ে ২০ জনের মধ্যে জাকারিয়া হোসাইন একজন। সে তার মেধা ও চেষ্টায় ভালো করেছে। আমরা আশা করি সামনেও তার চেষ্টা ও মেধা দ্বারা ভালো কিছু উপহার দিতে পারবে।

জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুক্রবার সন্ধ্যা ৭ টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন জাকারিয়া।

জাকারিয়া হোসাইনের বাবা জয়নাল আবেদীন বলেন, ছোটবেলা থেকেই জাকারিয়া প্রবল ইচ্ছায় হেফজ বিভাগে পড়ালেখা করে হাফেজ হয়েছে। ছেলের এ সাফল্যে আমি ও আমার পরিবার গর্বিত। দোয়া করি, সে যেনো কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]