মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবো: ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবো: ক্রীড়ামন্ত্রী

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেছেন, ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের রূপরেখা দিয়েছেন ঘোষণা দিয়েছেন। আগামীতে বিশ্ববাসী অবাক হয়ে দেখবে বাংলাদেশ কোথায় পৌঁছে যায়।

শনিবার কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কাদির বক্স পাইলট মডেল হাই স্কুল মাঠে এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী যা যা বলেছেন, সব কিছুতেই তিনি সফল হয়েছেন। এই সফলতা এসেছে দেশের মানুষের কারণেই। মানুষের ভালোবাসায় টানা চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর এ কারণে প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে ব্যয় করেন তিনি। সবাই সহযোগিতা করলে শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।

তিনি আরো বলেন, আগে অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এখন শুধু জনগণকে সময় দেবো। সবার দাবি ও সমস্যা গুরুত্ব সহকারে দেখবো এবং দ্রুত সমাধানের চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন- ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি বিল্লাহ, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]