মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৮০৯

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

চট্টগ্রামে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৮০৯

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮০৯ জন পরীক্ষার্থী। এদিন এক লাখ ২৫ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ১২৮টি পরীক্ষা কেন্দ্রে ৮৮ হাজার ৫৬২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৮ হাজার ৪৩ জন। অনুপস্থিত ছিলেন ৫১৯ জন।

কক্সবাজার জেলায় ৩১টি কেন্দ্রে ১৯ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১৮ হাজার ৮০২ জন। অনুপস্থিত ছিলেন ১৪৬ জন। রাঙ্গামাটি জেলায় ২১টি কেন্দ্রে ছয় হাজার ১৯৬ জনের মধ্যে অংশ নেন ছয় হাজার ১৫৬ জন। অনুপস্থিত ছিলেন ৪০ জন। খাগড়াছড়ি জেলায় ২৪টি কেন্দ্রে সাত হাজার ৩১১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন সাত হাজার ২৪৩ জন। অনুপস্থিত ছিলেন ৬৮ জন। বান্দরবান জেলায় ১৫টি কেন্দ্রে চার হাজার ১৩০ জনের মধ্যে অংশ নেন চার হাজার ৯৪ জন। অনুপস্থিত ছিলেন ৩৬ জন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, ২০২৪ সালের প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এদিন এক লাখ ২৫ হাজার ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ২৪ হাজার ৩৩৮ জন পরীক্ষায় অংশ নেন। এবার মোট ৭২টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়। এর মধ্যে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম ও ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম। এছাড়া প্রতিটি কেন্দ্রের জন্য ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]