বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ায় শহিদ বেদিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ায় শহিদ বেদিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পুলিশের পক্ষ থেকে এসপি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদুস, ও জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ, সদর উপজেলার পক্ষে ইউএনও শেখ মোহাম্মদ সেলিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, সিভিল সার্জন, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় গার্ড অব অনারের মাধ্যমে ১ মিনিট নিরবতার মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করা হয়। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা এবং সামাজিক সংগঠনের জন্য শহিদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]