বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে ফুটফুটে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

একসঙ্গে ফুটফুটে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

বরগুনার তালতলীতে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ আমেনা বেগম রজি। তালতলী ইসলামিয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিন সন্তানের জন্ম দেন।

এ ঘটনায় নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন উৎসুক জনতা। বর্তমানে তিন বাচ্চাসহ সুস্থ রয়েছেন গৃহবধূ আমেনা বেগম।

আমেনা বেগম রজি তুলাতলী গ্রামের কুয়েত প্রবাসী লালচানের স্ত্রী।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কানিজ ফাতিমা।

ইসলামিয়া হাসপাতালের পক্ষ থেকে ফরাজি মাসুম জানান, প্রসববেদনা শুরু হলে গৃহবধূ বেগম বুধবার (২১ ফেব্রুয়ারি) হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। ওই হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহানের নিয়মিত চেকআপে থাকায় নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে রোগীর স্বজন ডাক্তারদের সিদ্ধান্তে অপারেশন করার প্রস্তুতি নেয়া হয়। হাসপাতালের গাইনি চিকিৎসক নুসরাত জাহান অপারেশন শুরু করেন। অপারেশন সফলভাবে সম্পূর্ণ হয়। সেই সঙ্গে সুস্থভাবে একটি একটি করে তিনটি ফুটফুটে নবজাতকের জন্ম দেন আমেনা বেগম রজি।

গাইনি চিকিৎসক নুসরাত জাহান বলেন, নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান। তাদেন নাম এখনো নির্ধারণ করা হয়নি। বর্তমানে বাচ্চার মা শারীরিকভাবে অসুস্থ। তবে আশঙ্কমুক্ত।

নবজাতকদের চাচা মো. এরশাদ জানান, আল্লাহ তার ভাইয়ের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন বলে তিনি খুবই খুশি। এর আগে আমার ভাইয়ের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]