বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেই গাজার হাসপাতালেই ফিলিস্তিনি দুই চিকিৎসকের বিয়ে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | প্রিন্ট

যুদ্ধের মধ্যেই গাজার হাসপাতালেই ফিলিস্তিনি দুই চিকিৎসকের বিয়ে

ফিলিস্তিনের গাজায় গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করার পর আল-শিফা হাসপাতালে একসঙ্গে কাজ শুরু করেছিলেন ফিলিস্তিনি দুই চিকিৎসক। সেখানেই নিজেদের বিয়ে সম্পন্ন করেছেন তারা।

বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ওই দুই ফিলিস্তিনি চিকিৎসকের নাম থায়ের দাবাবেশ ও আসমা জাবের। মঙ্গলবার (১২ মার্চ) বিয়ে করেছেন তারা।

জানা গেছে, থায়ের ও আসমার বিয়ে হওয়ার কথা ছিল গত নভেম্বরে। কিন্তু যে বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল, যুদ্ধ শুরুর পরপরই সেখানে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় সেই বিয়ে।

মিডলইস্ট মনিটর বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ ষষ্ঠ মাসে প্রবেশ করায় থায়ের-আসমা দম্পতি গাজা শহরের পশ্চিমে অবস্থিত আল-শিফা মেডিকেল কমপ্লেক্সেই তাদের সহকর্মীদের নিয়ে অনাড়ম্বর বিয়ে সেরে নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের ভেতরে বিয়ের অত্যন্ত ছোট একটি অনুষ্ঠান হয়েছিল। এতে নববধূর পরিবার, বন্ধুবান্ধবও উপস্থিত ছিলেন না। এমনকি আসমা জাবের তার মেডিকেল কোটই পরেছিলেন।

কনের পরিবার ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার দক্ষিণাঞ্চলের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]