শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করছেন সবুজ মিয়া

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট

৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করছেন সবুজ মিয়া

‘ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর!’

‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম নতুনকে কেতন ওড়ানোর আহ্বান জানিয়েছেন। কারণ তারুণ্যের মেধা, যোগ্যতা, দুর্ভেদ্য শক্তিমত্তা ও অভিনবত্ব সর্বাংশে অজেয়, অসামান্য। একটি সমাজ, সভ্যতা ও জাতিসত্তার বিকাশে তারুণ্যের ভূমিকা সর্বযুগে, সব দেশে ও যাবতীয় ধর্ম-দর্শনে খুবই প্রশংসিত ও তাৎপর্যপূর্ণ।

যুগে যুগে তরুণেরা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের নেতৃত্বের গুণে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। তাইতো রাজধানীর সাবেক ডুমনী ইউনিয়ন বর্তমান ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করছেন তরুণ নেতা মোঃ সবুজ মিয়া।

২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে ঢাকা উত্তর সিটির ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সবুজ মিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন প্রদান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠন ছাত্রলীগের পক্ষে আন্দোলনে ঝাপিয়ে পড়েন। পরবর্তীতে খিলক্ষেত থানা ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান (ছিদ্দিক) এর নেতৃত্রে ২০০৮ সালে খিলক্ষেত থানার সাবেক ডুমনী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে কাজ করেন। সেই সময় সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন মোঃ কবির হোসেন এবং মোঃ আরিফ। ১/১১ সময় অনৈতিক ভাবে প্রশাসনের কাছে নির্যাতনের শিকার হন।

পারিবারিক ভাবেই আওয়ামী পরিবারের সন্তান মোঃ সবুজ মিয়া। তার চাচা মরহুম হেলাল উদ্দিন ছিলেন সাবেক ডুমনী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক। পরবর্তীতে সাবেক ডুমনী ইউনিয়ন এর সহ সভাপতির দায়িত্ব পালন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার চাচাতো ভাই মোঃ সাইদুর রহমান (সোহাগ) খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবকলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

মোঃ সবুজ মিয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তগত খিলক্ষেত থানাধীন ৪৩ নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কর্মসূচীতে যোগদান করে আসছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ঢাকা-১৮ আসনে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় অ্যাডভোকেট সাহারা খাতুনের পক্ষে নির্বাচনে সক্রিয় ভাবে কাজ করেন। ২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুনের পক্ষে একটি নির্বাচনী অফিস পরিচালনা করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুনের পক্ষে একটি নির্বাচনী অফিস পরিচালনা করেন। ২০২০ সালের ৩০ ডিসেম্বর ঢাকা-১৮ আসনে জাতীয় সংসদ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ হাবিব হাসানের পক্ষে ডুমনী নির্বাচনী কেন্দ্রের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মো. খসরু চৌধুরী এমপির পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন।

অতীতে সুখে, দুঃখে সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং যতদিন বেঁচে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থেকেই বাঁচতে চান সবুজ মিয়া। ঢাকা মহানগর উত্তর ৪৩ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]