নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট
ভারতের লোকসভা নির্বাচনের আগে সাংসদ প্রার্থী ও টালিউড অভিনেতা দেব কথা দিয়েছিলেন, তিনি যতগুলো ভোটে জিতবেন, ততগুলো গাছ লাগাবেন। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন দেব। তারই একটি ঝলক আবার প্রকাশ্যে আনলেন।
সম্প্রতি দেব তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, কিছু মানুষ মিলে গাছ লাগাচ্ছেন। আর সেই ভিডিও পোস্ট করে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেন ‘তেরি মিট্টি’ গানটি। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘গত দুই মাসে আমরা ৪৫ হাজারের বেশি গাছ লাগিয়েছি।’ আর তার এই কাজে মুগ্ধ হয়েছেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা।
ভারতীয় গণমাধ্যমের খবর, দেবের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ১০টি নার্সারিতে ২ লাখ গাছের অর্ডার দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামপদ মান্না এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘দেবের কথা অনুযায়ী ঘাটালের ৭টি বিধানসভা কেন্দ্রে ২ লাখ গাছ লাগানো হবে; যা রোববার থেকে শুরু হবে। ডেবরা, সবং, পিংলা সহ মোট ৭ বিধানসভায় এদিন নিজের হাতেই গাছ লাগাবেন দেব।’
উল্লেখ্য, নির্বাচনে দেব মোট ৮ লাখ ৮১ হাজার ১৯৫টি ভোট পেয়েছেন। তার বিপরীতে বিজেপির হিরণ চ্যাটার্জির তুলনায় ১ লাখ ৮২ হাজার ৮৬৮টি বেশি ভোট পেয়েছেন তিনি।
Posted ২:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
ajkerograbani.com | Salah Uddin