সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পলো বাইচের আনন্দে মেতেছিল গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

পলো বাইচের আনন্দে মেতেছিল গ্রামবাসী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি বিলে পলো বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ পলো বাইচে নবীগঞ্জ ও আশপাশের উপজেলার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মানুষ এ উৎসবে অংশ নেয়। এ সময় বিলের পাড়ে মাছ ধরার মনোরম দৃশ্য উপভোগ করতে হাজির হন গ্রামবাসী। বিলের চারপাশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব উপভোগ করেন তারা।

পলো বাইচ শেষে কমবেশি মাছ নিয়ে হাঁসিমুখে বাড়ি ফিরেছেন স্থানীয়রা। অনেকেই পেয়েছেন শৈল, গজার, বোয়াল ও বিভিন্ন কার্প জাতীয় মাছসহ নানা প্রজাতির মাছ।

পলো বাইচে অংশ নেয়া নবীগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল আহমেদ পিন্স বলেন, ছোটবেলায় দেখতাম অনেক বড় করে এ পলো উৎসব হতো। এখন আর আগের মতো হয় না। মাছও তেমনভাবে পাওয়া যায় না। এরপরও এ উৎসবে যোগ দিতে এসেছেন শতশত মানুষ।

আলমগীর চৌধুরী নামে আরেকজন বলেন, এখানে মাছ ধরাটা মূখ্য নয়। শতশত মানুষের সঙ্গে মাছ ধরা উৎসবে অংশ নিয়ে অনেক ভালো লেগেছে, আমি আগামী বছরও এতে আসার চেষ্টা করবো।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]