সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারে জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে মো. বাবুল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ওই জেলের মরদেহ নিয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ফেরেন তার সহযোগীরা।

তবে এর আগে, রোববার রাতে গভীর বঙ্গোপসাগরে ট্রলারে বুকে ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়েন বাবুল। সোমবার সকালে ট্রলারে তার মরদেহ পাওয়া যায়। বাবুল পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে ট্রলারের মাঝি খোকন বলেন, গত (৮ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পর এফবি আবদুল্লাহ নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারে ১৬ জেলের সঙ্গে পাথরঘাটা থেকে সাগরে মাছ শিকার করতে যান বাবুল। রোববার দিবাগত রাতে বঙ্গোপসাগরে আমরা মাছ শিকার শেষে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই। এ সময় বাবুল বুকে ব্যথাসহ শারীরিক অসুস্থতার কথা বলে ঘুমিয়ে পড়েন। পরে সকালে আবার মাছ ধরার সময় হলে অন্য জেলেরা ঘুম থেকে জাগলেও তিনি উঠেননি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পাথরঘাটা থানার ওসি শাহ্ আলম হাওলাদার বলেন, মরদেহ নিয়ে আসার খবর পেয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা প্রাথমিক তথ্য সংগ্রহ করছেন। মৃত জেলের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]