নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কর্ণগোপ এলাকায় রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে সোহাগ পরিবহনের একটি বাস ৪০-৪২ যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে ডাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুন ধরে। পরে ৪০-৪২ যাত্রী প্রাণে বেঁচে গেলেও ঠেলাঠেলি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন।
পরে স্থানীয় একটি টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নি নির্বাপক গ্রুপ দ্রুত ঘটনাস্থালে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগ পুড়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম জানান, দগ্ধ বাসটি উদ্বার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
ajkerograbani.com | Salah Uddin