বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ভারতীয় ওষুধসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

ফেনীতে ভারতীয় ওষুধসহ গ্রেফতার ৪

ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার ৭৭২ টাকা মূল্যের বিপুল ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। গ্রেফতাররা হলেন- ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রাম এলাকার সিরাজুল হকের ছেলে জাবেদ, আবুল বাশারের ছেলে ওমর ফারুক, দক্ষিণ মটুয়া এলাকার জয়নাল আবদীনের ছেলে মাছুম ও নেত্রকোনা জেলার পূর্বধনা থানার মাছকামড়া এলাকার যদু মিয়ার ছেলে লিটন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার মদিনা বাস কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় অভিযানে ১৮ হাজার ৪০ টাকা মূল্যের ৪৪টি প্লাস্টিকের সবুজ রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন ট্রিপালা ট্যাবলেট, ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ২২টি প্লাস্টিকের সাদা রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন এসপি রুলিনা, ৬৯ হাজার ৩৬০ টাকা মূল্যের ৩৪টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ১১ হাজার ৬৭০ টাকা মূল্যের ৬টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ৪ হাজার ৭০০ টাকা মূল্যের ১০টি ঘিয়া রংয়ের প্লাস্টিকের সবুজ কর্কযুক্ত ডিএক্সএন এ্যালোব হ্যান্ড অ্যান্ড বডি লোশন, ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৮৮টি সাদা রংয়ের প্যাকেটে মোড়ানো ডিএক্সএন টুথপেস্ট গ্র্যাঞ্জো প্লাস, ২ হাজার ৬৩২ হাজার টাকা মূল্যের ১৪টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ডিএক্স গ্র্যাঞ্জো স্যোপ, ৬ হাজার ১৫০ টাকা মূল্যের ১৫টি সাদা রংয়ের প্লাস্টিকের প্যাকেটে ডিএক্সএন এ্যালোব ক্লিনিং উদ্ধার করা হয়। এ সময় ওই চারজনকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]