বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ : বাইডেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট

পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে অভিহিত করেছেন। দেশটি কোনো সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার বাইডেনের এ মন্তব্য প্রকাশ পেলেও গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক পার্টির প্রচারণা কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

পাকিস্তান ছাড়াও চীন এবং রাশিয়ার সমালোচনা করেছেন বাইডেন। চীন এবং রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি। তার মতে পাকিস্তান একটি বিপজ্জনক রাষ্ট্র।

 

চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সম্পর্কে বাইডেন বলেন, তিনি জানেন যে তিনি কী চান। তবে তার বিশাল সমস্যা রয়েছে।

এরপর পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান। কোনো সমন্বয় ছাড়াই তারা পারমাণবিক অস্ত্র রেখেছে।

বিশ্বব্যাপী পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন।

 

তিনি বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। দেশগুলোও তাদের জোটগুলো নিয়ে পুনর্বিবেচনা করছে। আমি সত্যিই বিশ্বাস করি যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এটি তামাশা নয়। এমনকি আমাদের শত্রুরাও আমরা কী করি দেখতে তাকিয়ে আছে।’

বাইডেন আরো বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যেখানে আগে কখনো কেউ ছিল না।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(229 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]