শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের এভিন কারাগারে ভয়াবহ আগুন, ভেতরে চলল গুলি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট

ইরানের এভিন কারাগারে ভয়াবহ আগুন, ভেতরে চলল গুলি

ইরানের এভিন কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিবিসি জানিয়েছে, রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি বন্দিদের ওই কারাগারে রাখা রয়েছে। তেহরানের কারাগারটি থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা গেছে।

আগুনের সাইরেন ও গুলি চলার শব্দও শুনেছেন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কারাগার থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

 

কারাগারের ভেতরে ঠিক কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। ইরান কর্তৃপক্ষ কোনো মন্তব্যও করেনি এ ব্যাপারে।

স্থানীয় সময় শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট হয় ইরানের এভিন কারাগারের। সেইসব ভিডিওতে দেখা যায়, ব্যাপক ধোঁয়া বের হচ্ছে কারাগারের ভেতর থেকে। আগুনের শিখাও দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ইরানের বিশেষ বাহিনী মোটরবাইকে করে কারাগারের দিকে যাচ্ছে।

 

স্থানীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করেই এভিন কারাগারে বিক্ষোভ শুরু হয়। সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষ শুরু। সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। কারাগারের ভেতর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা গেছে।

এভিন কারাগারের পাশে বসবাসকারী একজন টুইটে লিখেছেন, আমি এভিন কারাগারের ঠিক উল্টোদিকে আটিসাজ টাওয়ারে থাকি। আমি ওখানের (কারাগারের) এক বন্ধুর সঙ্গে কথা বললাম। গুলির শব্দ ও খামেনির মৃত্যুকামনার স্লোগান শুনতে পেলাম। এভিনে মার্কিন নাগরিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বন্দিরা আটক রয়েছেন। তাদের পরিবার আতঙ্কিত। কারাগারের দরজার বাইরে প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন। বিশাল সংখ্যক স্পেশাল ফোর্সও পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সও উপস্থিত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]