রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছন্দ হারানো মুস্তাফিজকে যে পরামর্শ দিলেন সুজন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

ছন্দ হারানো মুস্তাফিজকে যে পরামর্শ দিলেন সুজন

আইপিএলের ১৭তম আসরটা দুর্দান্ত হয়েছিল মুস্তাফিজুর রহমানের। এই আসরের শুরুর দিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন। তবে হঠাৎ ছন্দপতন ঘটেছে কাটার মাস্টারের।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে সবশেষ তিন ম্যাচে মুস্তাফিজ রান দিয়েছেন অকাতরে। বিশেষ করে শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টর্সের বিপক্ষে রান খরচ করেন পঞ্চাশের বেশি। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

যদিও নিজের দুঃসময়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে পাশে পাচ্ছেন দ্য ফিজ। তার কথায়, মুস্তাফিজকে আমাদের সমর্থন করতে হবে।

বুধবার গণমাধ্যমে মুস্তাফিজকে নিয়ে সুজন বলেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মুস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাকে আমাদের সমর্থন করতে হবে।’

লখনৌর বিপক্ষে চেন্নাইয়ের এমন হারে কাটার মাস্টারের দোষ দেখছেন না সুজন, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মুস্তাফিজের খারাপ দিন যাবে। তাকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দেই না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যে কোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’

মুস্তাফিজকে সর্তক থাকার পরামর্শ দিয়ে সুজন বলেন, ‘মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সে সব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মুস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’

Facebook Comments Box
advertisement

Posted ৮:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]