সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রয়লার মুরগির দাম কমেছে, সবজি স্থিতিশীল (২৬ এপ্রিল ২০২৪)

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

ব্রয়লার মুরগির দাম কমেছে, সবজি স্থিতিশীল (২৬ এপ্রিল ২০২৪)

ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে কেজিতে ২০-৩০ টাকা কমে হয়েছিল ২৩০ থেকে ২৪০ টাকা। এখন আরো কিছুটা কমে বাজারে ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চড়া দামে বিক্রি হচ্ছে সোনালি ও দেশি মুরগি, কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। অন্যদিকে সবজিতে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর স্থিতিশীল রয়েছে চালের বাজার।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, গুলশানের কালাচাঁদপুর ও বসুন্ধরা গেটসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, চড়া দামের কারণে ক্রেতাদের মধ্যে মুরগি কেনায় আগ্রহ কমে গেছে। ফলে দাম কমাতে বাধ্য হচ্ছেন পাইকাররা। এতে কিছুটা দাম কমেছে ব্রয়লার মুরগির।

গরুর মাংসের দাম গত সপ্তাহের মতোই, এলাকাভেদে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি। ছাগলের মাংস ১০০০-১১০০ টাকা কেজি। ঈদের আগে থেকেই এ রকম বেশি দামে বিক্রি হচ্ছে। লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা ডজন। দেশি মুরগির ডিম ২৪০ টাকা ডজন এবং হাঁসের ডিম ১৮০ থেকে ১৯০ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে।

গত সপ্তাহের চেয়ে এখন কিছুটা কম দামে বিক্রি হচ্ছে আদা, রসুন ও আলু। দেশি রসুনের কেজি ১৮০ টাকা, আমদানি করা রসুন বাজারভেদে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। আদা গত সপ্তাহে ছিল ২৪০ টাকা, এখন বাজারভেদে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, আলু ৫০ থেকে ৬০ টাকা কেজি।

চালের দাম
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, চালের দাম গত সপ্তাহের মতোই আছে। বাজারে দেখা গেছে, আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৬-৫৭ টাকা কেজিতে। একইভাবে পাইজাম ৫৪-৫৫ টাকা, মিনিকেট ৭২-৭৪ টাকা, নাজিরশাইল ৭৮-৭৯ টাকা। চিনিগুঁড়া চাল ১২০-১৪০ টাকা, বাসমতী ৮০ টাকা, কাটারি আতপ ৬৫-৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রাজধানীর অন্যান্য এলাকায় এই দামের চেয়ে দুই-তিন টাকা পার্থক্য দেখা গেছে।

সবজির দাম
গত সপ্তাহের চেয়ে টমেটো, ঢেঁড়স ও শসার দাম কিছুটা কম দেখা গেছে। কারওয়ান বাজারে ঢেঁড়স, টমেটো ও পটোল ৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। চিচিঙ্গা, করলা ও সাদা বেগুন ৫০ টাকা, কালো বেগুন ও বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সজনে এখনো ১০০-১১০ টাকা। তবে এই বাজারে অন্যান্য এলাকার চেয়ে কিছুটা কম দামে পাওয়া যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]