বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকে পদ বাড়ানোর দাবিতে চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট

প্রাথমিকে পদ বাড়ানোর দাবিতে চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন

শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বাড়িয়ে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরিপ্রত্যাশীরা।

রোববার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, প্রাথমিকের নিয়ম অনুযায়ী প্রতি ৩ জনে ১ জন নিয়োগের কথা থাকলেও তা মানা হচ্ছে না। বিশাল সংখ্যক পদ খালি থাকার পরও নিয়োগে কোনো গুরুত্ব নেই। এমনিতেই করোনায় আমাদের ক্ষতিসাধন হয়েছে। আমরা দ্রুত শূন্যপদের বিপরীতে নিয়োগ নিশ্চিত চাই।

তাদের দাবিগুলো হলো:
১. শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেয়া
২. বিদায়ী সচিব ৫৮ হাজার শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করলেও তা বাস্তবায়িত না হওয়া
৩. প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ৪৫০০০ জন নিয়োগের কথা বললেও তা বাস্তবায়িত না হওয়া
৪. নিয়ম অনুযায়ী প্রতি ৩ জনে ১ জন নিয়োগ দেয়া হলেও সেটি না মানা
৫. ৬০ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে নিয়োগ না দেয়া
৬. ২০২৩ সাল থেকে প্রাথমিকের বিদ্যালয় এক শিফটে চলবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]