মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলায় ইউপি চেয়ারম্যানপুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলায় ইউপি চেয়ারম্যানপুত্র গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানপুত্র মাহমুদুল হাসান শুভকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কুঁড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে এক নম্বর আসামি করে মামলা করেন বন্দর উপজেলার কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউল্লাহ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এএসআই শফিউল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে এক যুবক সেই পথে যাচ্ছিলেন। তখন টহলে দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল থামিয়ে ওই যুবকের পরিচয় জানতে চান। এ সময় নিজেকে চেয়ারম্যানপুত্র শুভর লোক বলে নিজের পরিচয় দেন ওই যুবক। এ ছাড়া নানা প্রশ্ন করে পুলিশ। একপর্যায়ে ওই যুবক চলে যান। এর কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায়। এ হামলায় পুলিশের চার সদস্য আহত হন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় শুভকে এক নম্বর আসামিসহ ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় চেয়ারম্যানের ছেলে শুভকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয় ও পুলিশকে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদের ছেলে শুভকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]