শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ বছরের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে দেশে যাচ্ছেন ‘বিকিনি কিলার’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

১০ বছরের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে দেশে যাচ্ছেন ‘বিকিনি কিলার’

প্রায় দুই দশক পরে জেল থেকে মুক্ত ‘সিরিয়াল কিলার’ চার্লস শোভরাজকে তার নিজের দেশ ফ্রান্সেই পাঠাল নেপাল প্রশাসন। যদিও আগামী ১০ বছরের জন্য নেপালে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে শেরবাহাদুর দেউবা প্রশাসন।

শুক্রবার কাঠমান্ডু বিমানবন্দর থেকে দোহা হয়ে প্যারিসের বিমানে শোভরাজকে চড়িয়ে দেন নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শনিবার তার প্যারিসে নামার কথা রয়েছে।

সত্তরের দশকে একাধিক হত্যা, ধর্ষণ ও লুটের মতো অপরাধে দোষী শোভরাজের মুক্তির আবেদনে সাড়া দিয়েছিল নেপালের সুপ্রিম কোর্ট।

দেশের শীর্ষ আদালত জানায়, ৭৮ বছরের এ অপরাধীকে স্বাস্থ্যজনিত কারণ ছাড়াও জেলবন্দি থাকাকালীন তার সুআচরণের জন্য ছাড়া হয়েছে।বুধবার কাঠমান্ডুর সেন্ট্রাল জেল থেকে বাইরে পা রেখেছিলেন তিনি।

যদিও দেশে ফেরার পথে ফ্রান্সের নাগরিক শোভরাজ দাবি করেন, তাকে অন্যায়ভাবে ‘সিরিয়াল কিলার’ বলা হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি-র কাছে শুক্রবার তিনি বলেন, অনেক কিছু করা বাকি রয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা করতে হবে। নেপাল সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে যাব।

অন্যদিকে, নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তথা যুগ্ম-সচিব ফণীন্দ্র মণি পোখারেল স্থানীয় সংবাদপত্র ‘কাঠমান্ডু পোস্ট’-কে জানান, আগামী এক দশক শোভরাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, চার্লস শোভরাজকে বিকিনি কিলার বলা হয়ে থাকে। মূলত তার হাতে হত্যার শিকার নারীরা বিকিনি পরতেন। এর ফলে তিনি বিকিনি কিলার নামে পরিচিতি পান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]