শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যায়িত করবে ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যায়িত করবে ব্রিটেন

ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ব্রিটেন। দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা সংক্রান্ত ঘোষণা আসতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। এ উদ্যোগের সমর্থক হিসেবে রয়েছেন ব্রিটেনের নিরাপত্তামন্ত্রী টম টুগেনডাট ও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান।

 

রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা দেওয়া হলে ওই সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া, বৈঠকে উপস্থিত থাকা, জনসমক্ষে লোগো বহন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনি গত বছর মৃত্যুবরণ করার পর বিক্ষোভ শুরু হয়। তার মৃত্যুকে ঘিরে ইরানে কয়েক মাস ধরে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে।

বিক্ষোভের ঘটনায় ব্রিটেনের সঙ্গে ‘সংশ্লিষ্ট’ সাত ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেপ্তার করে ইরানের রেভল্যুশনারি গার্ড। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

 

দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের আটক বন্ধ করতে গত বুধবার ইরানের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ‘কূটনৈতিক সুবিধা’ পাওয়ার জন্য এ ধরনের গ্রেপ্তার-কৌশল ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন ঋষি।

এর আগে ২০১৯ সালে রেভল্যুশনারি গার্ডকে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে রেভল্যুশনারি গার্ডকে তালিকাভুক্ত করা হবে কি না, তা যাচাই-বাছাই করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানি।
সূথ্র: রয়টার্স

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]