বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়া থেকে এসেও বাড়ি যাওয়া হলো না সালামের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

মালয়েশিয়া থেকে এসেও বাড়ি যাওয়া হলো না সালামের

শনিবার তখন ভোর। ওই সময় ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে মালয়েশিয়া প্রবাসী সালামকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথে ঘন কুয়াশার কারণে মাইক্রোবাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রবাসী সালামসহ ৫ জন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।

শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী ৩৫ বছরের সালাম মিয়া, ১২ বছরের সিহাব মিয়া, ২০ বছরের সাফিয়া বেগম ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক ৩৫ বছরের সাতির আলী।

নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার কারণে মাইক্রোবাস, ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার বাবা নূর ইসলামসহ আরো পাঁচজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঘন কুয়াশার কারণে মাইক্রোবাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]