রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদরাসা শিক্ষককে রাস্তায় ফেলে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

মাদরাসা শিক্ষককে রাস্তায় ফেলে কুপিয়ে জখম

গাজীপুরের শ্রীপুরে মো. ফারুক আহমেদ নামের এক মাদরাসা শিক্ষককে রাস্তায় ফেলে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার উপজেলার গাজীপুর ইউপির নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ফারুক উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক।

অভিযুক্তরা হলেন একই গ্রামের সাইফুল ইসলাম ও তার ছেলে আতিকুল ইসলামসহ কয়েকজন।

আহত ফারুক আহমেদে বড় ভাই মো. ফরিদ আহমেদ বলেন, ‘অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে দীর্ঘ দিন ধরে হুমকি দিয়ে আসছিল। আজ মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে পথরোধ করে ফারুককে মারধর করে। এ সময় দা দিয়ে মাথায় কোপ দেয়। দায়ের কোপে আমার ভাই রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদা বলেন, ‘আঘাতের পরিমাণ মারাত্মক। প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]