শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২২ সালে সাংবাদিক হত্যা বেড়েছে: ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

২০২২ সালে সাংবাদিক হত্যা বেড়েছে: ইউনেস্কো

জাতিসংঘের সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে ৮৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে৷ টানা তিন বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা আবার বেড়েছে৷ খবর ডয়চে ভেলের।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে গড়ে প্রতি বছর ৫৮ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। ২০১৮ সালে অন্তত ৯৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

২০২২ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সবচেয়ে বেশি ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়৷ এছাড়া ইউক্রেনে ১০ জন ও হাইতিতে ৯ জনকে হত্যা করা হয়।

জানা যায়, তিন-চতুর্থাংশ সাংবাদিক সংঘাত চলছে না এমন জায়গায় খুন হয়েছেন৷ ৮৬ জনের মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক ল্যাটিন অ্যামেরিকা অঞ্চলের৷

প্রতিবেদন বলছে, মূলত সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সংঘাত ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকদের হত্যা করা হয়েছে৷

ইউনেস্কো জানায়, সাংবাদিক হত্যায় দায়মুক্তির হার প্রায় ৮৬ শতাংশ, যা আশ্চর্যজনকভাবে খুবই বেশি৷ এই হার গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি৷

খুন হওয়া ছাড়াও গতবছর সাংবাদিকরা অন্যরকম নিপীড়নের শিকার হয়েছেন৷ গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, মামলা দিয়ে হয়রানিসহ অনলাইন সহিংসতার শিকার হয়েছেন সাংবাদিকরা। এসব ক্ষেত্রে নারী সাংবাদিকরা বেশি সহিংসতার শিকার হয়েছেন৷

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(219 বার পঠিত)
(197 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]