বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্ন কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

উত্তরায় চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্ন কর্মী নিহত

রাজধানীর উত্তরা জয়নাল মার্কেট এলাকায় আজ চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে রেলের এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম সজীব চন্দ্র বর্মণ (৩৫)। নিহত সজীব গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত অরুণ চন্দ্র বর্মণের পুত্র। জানা যায়, সে মুগদা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছি।

 

রবিবার বিকেলে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর জানান, রোববার সকালে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধু প্রভাতী নামক ট্রেন বিমানবন্দর স্টেশন পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার পথে ট্রেনটি উত্তরা পূর্ব থানার জয়নাল মার্কেট এলাকায় পৌঁছলে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে পরিচ্ছন্ন কর্মী সজীব চন্দ্র মারা যায়। রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ,ট্রেন দুর্ঘটনায় নিহত সজীব চন্দ্র ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। সে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝাঁকির কারণে হয়তো পড়ে যেতে পারেন। এস আই আলী আকবর জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বিমানবন্দর ঢাকা রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]