সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগল খেলো বাদামের পরিত্যক্ত পাতা, প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

ছাগল খেলো বাদামের পরিত্যক্ত পাতা, প্রাণ গেল গৃহবধূর

কক্সবাজারের চকরিয়ায় ছাগল বাদামের পাতা খাওয়ায় কুলছুমা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কুলছুমা বেগম ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী।

স্থানীয় ইউপি মেম্বার মো.হানিফ বলেন, একই এলাকার মো.হারুন মাতামুহুরী চর এলাকায় বাদামের চাষ করেন। সম্প্রতি ওই বাদাম তুলছেন হারুন। বাদামের গাছ থেকে বাদাম ছিড়ে পরিত্যক্ত পাতাগুলো বাড়ির উঠানে রেখেছে। পার্শ্ববর্তী কুলছুমার পালিত ছাগল হারুনের উঠানে গিয়ে পরিত্যক্ত বাদামের পাতা খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে হারুন কুলছুমার ছাগলটি বেঁধে রাখে। ছাগল বেঁধে রাখায় বিচার নিয়ে আসেন কুলছুমার স্বামী নুর মোহাম্মদ। পরে শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজনকে নিয়ে বিষয়টির সমাধান করে দিয়ে ছাগলটি নিয়ে যান নুর মোহাম্মদ। এরপর আমি বাড়িতে চলে আসার পর জানতে পারি কুলছুমকে মারধর করেছে হারুনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।

সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, ছাগল বাদামের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে একটা সমস্যা হয়েছিলো। আমার মেম্বার তার সমাধানও করেছে। কিন্তু এরপরও কুলছুমাকে মেরে ফেলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, কুলছুমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বেশ কয়েকটি জখমের চিহ্ন রয়েছে। রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]