মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাবলুকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

ডাবলুকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও ইস্যুতে সচেতন রাজশাহীবাসী ও আওয়ামী পরিবারের সঙ্গে যুক্ত থাকা নেতাকর্মীরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

শনিবার দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন। এদিন আন্দোলনকারীরা সাহেব বাজার জিরো পয়েন্টে সচেতন রাজশাহীবাসী ও আওয়ামী পরিবারের উদ্যোগে বেলা ১১টায় মানববন্ধন ও মিছিল করেন। তাদের দাবি ডাবলু সরকারকে বহিষ্কার।

মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডগুলো ‘রাজশাহীর সব অর্জন এক ব্যক্তির কারণে ধুলোয় মিশে যেতে পারে না। নেতৃত্বের অন্যতম মৌলিক গুন হলো চরিত্র, ডাবলু সরকারের চরিত্রহীন পথচলাকে প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগের ঐতিহ্য ও কৃষ্টির সড়কে দিকভ্রষ্ট ডাবলু সরকারকে পথিক হিসেবে প্রত্যাশা করি না। পৌরুষত্ব যৌনাঙ্গ প্রদর্শনে নিষ্পত্তি হয় না, হয় তার কর্মে’এমন সব লেখা প্রদর্শন করে।

এছাড়াও ‘হাইব্রিড ডাবলু সরকার- বহিষ্কার হওয়া দরকার। ডাবলু সরকারের নৈতিক স্খলনের দায় আওয়ামী লীগ নিতে পারে না। ডাবলুর পেছনের গডফাদার কে, রাজশাহীবাসী জানতে চায়? সুপ্রিয় সাধারন সম্পাদক জননেতা ওবায়দুল কাদের, খেলা হবে, ডাবলুর মতো ব্যক্তি হটিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী ও দলিয় সভানেত্রী, নির্বাচনের বছরে কারো দ্বারা দল বিব্রত হয়, এমন কাউকে এক সেকেন্ড দলে রাখা যায় না’- এমন লেখাও রয়েছে প্ল্যাকার্ডে।

মানববন্ধনে বহন করা ব্যানারে লেখা ছিল, ‘ডাবলু সরকারের নোংরা ভিডিও রাজনীতিতে অশনি সংকেত ও সমাজের জন্য বিপজ্জনক। অবিলম্বে ডাবলু সরকারকে রাজনীতি থেকে অপসারণ করতে হবে।’

মিছিলপূর্ব সমাবেশে এডভোকেট আবু রায়হান মাসুদ বলেন, ‘জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। ডাবলু সরকারেরা রাজনীতির নামে যা ইচ্ছে করবে, আমাদের নাকি তা মেনে নিতে হবে। তাদের ক্ষমতার দৌড় এমন জায়গায় পৌঁছেছে, মা-বোনেরাও তাদের কাছে নিরাপদে নেই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ, একজন শেখ হাসিনার উন্নত রাষ্ট্রভাবনার চিন্তা এই ডাবলু শ্রেণিদের ছুঁয়ে যায় না। তারা দিনভর টাকা কামানোর ধান্ধা করে। পদ টিকিয়ে রাখতে গডফাদারদের কাছে পয়সা তুলে দেয়।’

‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিশ্চয়ই অর্থবহ উদ্যোগে যাবেন’ এমন আশা প্রকাশ করে রাজশাহী শহরের সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আবু রায়হান মাসুদ আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাতার সফর শেষ করা পর্যন্ত অপেক্ষা করব। তিনি ফিরে এলেই চূড়ান্ত কর্মসূচি দিয়ে সমাধান খুঁজে নেব। অতঃপর, মহান মার্চ মাসের রাজনৈতিক ঐতিহাসিকতা নিয়ে নগরবাসী একাট্টা হতে চাই। তবে সবার আগে নৈতিক স্খলনকে সঙ্গী করা ডাবলু সরকারকে অতি অবশ্যই বহিষ্কার করতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হালিম, শোভা সরকার প্রমুখ। গত ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩ মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাথরুমের ভেতরে ডাবলু সরকার ভিডিও কলে কারো সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে নগ্ন হয়ে অপরপ্রান্তে থাকা কাউকে শরীর তথা যৌনাঙ্গ দেখাচ্ছেন।

ভিডিও সম্পর্কে রাজশাহী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেছেন, ‘ভিডিওটি এডিট করা। সম্পূর্ণ ফেইক। আমরা মামলা করেছি। তদন্তে সব বেরিয়ে আসবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]