শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ইউক্রেনে ১৩০ বার রাশিয়ার হামলা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

২৪ ঘণ্টায় ইউক্রেনে ১৩০ বার রাশিয়ার হামলা

ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় ১৩০ বার হামলা করেছে রাশিয়া। মূলত, যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইনে এসব হামলা হয়েছে। তবে এসব রুশ হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সোমবার (০৫ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, ‘গত ২৪ ঘণ্টায় ১৩০টিরও বেশি রুশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সৈন্যরা ফ্রন্ট লাইনের যুদ্ধের সময় এসব রাশিয়ান হামলাকে প্রতিহত করেছে বলে জানানো হয়েছে।’

দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতি অনুসারে, ‘ইউক্রেনের কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত, আভদিভকা এবং শাখতারস্ক অঞ্চলে হামলা করেছে রাশিয়ান সেনারা। এ সময় তারা বিভিন্ন আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। তারা চেয়েছে ওই অঞ্চলগুলোর কিছু অংশ দখল করতে।’

ওই বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের সৈন্যরা ১৩০টিরও বেশি রুশ হামলা প্রতিহত করেছে।’

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদেশ রাশিয়ান সেনাবাহিনী ও তাদের সামরিক সরঞ্জামের ওপর ১৮বার বিমান হামলা চালিয়েছে।’

তারা আরো জানিয়েছে, ‘রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের বাখমুত শহরকে ঘিরে ফেলার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ শহরটি একটি বড় পরিবহন কেন্দ্র। বাখমুত শহর দিয়ে ইউক্রেনীয় সেনাদের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ সরবরাহ করা হয়।’

Facebook Comments Box
advertisement

Posted ৩:০২ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]