শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগের সরকারে ফিরল কুয়েত, নির্বাচন বাতিল করে রায়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

আগের সরকারে ফিরল কুয়েত, নির্বাচন বাতিল করে রায়
গত সেপ্টেম্বরে কুয়েতের সংসদীয় নির্বাচনে বিরোধীরা জয়লাভ করেছিল। এবার সেই নির্বাচন বাতিল বলে কুয়েতের সাংবিধানিক আদালত রবিবার রায় দিয়েছেন। এ ছাড়াও রায়ে পূর্ববর্তী পার্লামেন্ট পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মোহাম্মদ বিন নাজি বলেছেন, আদালত সংসদ ভেঙে দেওয়াকে বাতিল ঘোষণা এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত আগাম নির্বাচন বাতিল করেছেন। তিনি আদালতের অধিবেশনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের তারিখ থেকে বিলুপ্ত সংসদের সাংবিধানিক কর্তৃত্ব পুনরুদ্ধার করা হবে।’

নির্বাচিত সংসদ এবং সরকারের মধ্যে নতুন করে দ্বন্দ্ব এবং এই মাসে দেশের প্রধানমন্ত্রীর পুনর্নিয়োগের পর এই পদক্ষেপটি এলো। তার সরকার সংসদের স্থবিরতার মধ্যে পদত্যাগ করেছিল।

কুয়েতের ক্রাউন প্রিন্স গত বছর পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছিলেন এবং দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের অবসান ঘটাতে প্রারম্ভিক নির্বাচন আহ্বান করেছিলেন, যা আর্থিক সংস্কারকে বাধাগ্রস্ত করেছে।

আদালতের রায়ের পর সংসদ সদস্য সালেহ আশুর টুইটারে বলেছেন, ‘কুয়েতের এই ধরনের প্রহসন প্রাপ্য নয়।’

বিলুপ্ত পার্লামেন্টের আইনপ্রণেতা আবদুল্লাহ আল-তুরাইজি এই পদক্ষেপকে ‘সংসদ মোকাবেলায় সরকারের ভুল সংশোধন’ হিসেবে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, কুয়েতে রাজনৈতিক স্থিতিশীলতা ঐতিহ্যগতভাবে সরকার ও সংসদের মধ্যে সহযোগিতার ওপর নির্ভরশীল।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]