বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাহ পালনকালে মারা যাওয়া স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ওমরাহ পালনকালে মারা যাওয়া স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট

মক্কায় ওমরাহ পালনের সময় মারা যাওয়া স্ত্রীকে নিয়ে মিশরীয় এক চিকিৎসকের আবেগপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের মক্কা নগরী মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। প্রতিবছর হজ ও ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা সেখানে যান। সম্প্রতি ওমরাহ পালনে গিয়ে কাবার কাছে মিশরের হেবা নামের এক নারী মারা গেছেন।

হেবার মৃত্যুতে টুইটারে আবেগঘন পোস্ট করেছেন তার স্বামী চিকিৎসক আবদেল মোনেম আলখাতিব। স্ত্রীর মৃত্যুতে ওই চিকিৎসকের পোস্টটি সবার হৃদয়ে নাড়া দিয়েছে।

টুইটারে আবদেল মোনেম আলখাতিব লিখেছেন ‘আল্লাহ চাইলেই কিছু দিতে পারেন, আবার যা দিয়েছেন তা নিয়েও নিতে পারেন। ধৈর্য ও পুরস্কারের প্রত্যাশাভরা হৃদয়ে, অশ্রু চোখে স্ত্রীর জন্য শোক প্রকাশ করছি। আমার সন্তানের মা, আমার মনের মানুষ, আমার সঙ্গী, আমার হৃদয়ের ফুল, আমার হাসি, আমার পথ চলার সঙ্গী।’

আলখাতিব লিখেছেন ‘সে হাসিমুখে আমার সঙ্গে দেখা করেছে। প্রার্থনার সঙ্গে আমাকে বিদায় জানিয়েছে। পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় ওমরাহ পালনকালে তার আত্মা মসজিদুল হারাম থেকে আল্লাহর কাছে পৌঁছে গেছে। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আমরা তার কাছেই ফিরে যাব।’

তিনি আরও লিখেছেন, ‘হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং আমাদের ধৈর্য ধরার তৌফিক দিনন এবং বিচ্ছেদের বেদনা সহ্য করার ক্ষমতা দিন।’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন।, তারা করুণা ও ক্ষমার জন্য সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেছেন।

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বলেছেন, ‘মক্কায় সমাহিত হওয়ার ইচ্ছা ছিল তার (হেবা)। আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন। তার ভাগ্যে এত সুন্দর মৃত্যু ছিল। তিনি খুবই সৌভাগ্যবান। কারণ, পবিত্র রমজানে ওমরাহ পালন করার সময় তিনি মারা গেছেন। আবার মসজিদুল হারামে হাজার হাজার মুসল্লি তার জানাজায় অংশ নিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(229 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]