শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের আকাশসীমায় বাধার মুখে ফিরে গেল মার্কিন বিমান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ইরানের আকাশসীমায় বাধার মুখে ফিরে গেল মার্কিন বিমান

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করছিল একটি মার্কিন গোয়েন্দা বিমান। কিন্তু ওমান সাগরের কাছে ইরানের নৌবাহিনী বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় মার্কিন গোয়েন্দা বিমানটি।
ইরানের ‘তাসনিম’ বার্তা সংস্থা রবিবার নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এসময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বার্তা সংস্থাটি আরো জানায়,“সতর্কতা পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।”

মার্কিন সামরিক বিমান নির্মাণকারী কোম্পানি লকহিড মার্টিন চারটি টারবোপ্রপ ইঞ্জিনের বিমান ইপি-থ্রিই নির্মাণ করেছে। বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার সকল ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র মার্কিন ও জাপানি নৌবাহিনী এই বিমানটি ব্যবহার করে।

ইরানের বিমান বাহিনী অনেকবার এই সতর্কতা উচ্চারণ করেছে যে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কাউকে দেওয়া হবে না। এই বাহিনী শত্রুদের বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের যেকোনও অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়েছে।

সূত্র: প্রেসটিভি

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]