শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজে ফেরার লক্ষ্যে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | প্রিন্ট

সিরিজে ফেরার লক্ষ্যে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে সফরকারীদের বিপক্ষে প্রথম দুই টি-২০ হেরেছে স্বাগতিকরা।

সিরিজে টিকে থাকার লক্ষ্যে আজ তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

বাজে ফিল্ডিংয়ের সঙ্গে ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৪ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রান করে ভারত। ফিল্ডিংয়ে দু’টি ক্যাচ ফেলার পর ব্যাট হাতে হতাশ করেছেন টাইগ্রেস ব্যাটাররা।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির লড়াকু হাফ-সেঞ্চুরির পরও ৮ উইকেটে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৪৮ বলে ৫১ রান করেন নিগার। দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে বৃষ্টি আইনে ১৯ রানে হারে টাইগ্রেসরা।

দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১৯ রানে অলআউট হয় নিগারের দল। এ ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন ওপেনার মুরশিদা খাতুন। ৪৯ বলে ৪৬ রান করেন তিনি।

জবাবে ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার শেফালি ভার্মাকে খালি হাতে বিদায় করেন পেসার মারুফা আকতার। এরপর ক্রিজে এসে ঝড় তুলেন দয়ালান হেমলতা। তার ঝড়ো ব্যাটিংয়ে ৫ দশমিক ২ ওভারে ১ উইকেটে ৪৭ রান পেয়ে যায় ভারত।

এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় পায় ভারত। ২৪ বলে অপরাজিত ৪১ রান করে ম্যাচ সেরা হন হেমলতা। ৬ ও ৯ মে সিলেটেই অনুষ্ঠিত হবে যথাক্রমে সিরিজের শেষ দুই ম্যাচ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]