বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে স্বয়ংক্রিয় গাড়িতে বিল গেটস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

লন্ডনে স্বয়ংক্রিয় গাড়িতে বিল গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস স্বয়ংক্রিয় গাড়িতে চড়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। এক ব্লগ পোস্টের মাধ্যমে তিনি নিজের এ নতুন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

তার শেয়ার করা ছবিতে দেখা যায়, যুক্তরাজ্যের প্রযুক্তি উদ্যোক্তা বা স্টার্টআপ ‘ওয়েভ’ এর তৈরি একটি স্বয়ংক্রিয় গাড়িতে আছেন বিল গেটস। তবে পরীক্ষামূলকভাবে চলা এ গাড়ির চালকের আসনে নিরাপত্তার জন্য একজন চালকও বসে ছিলেন। গাড়ি চলার সময় গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য একাধিক স্থানে তাকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তবে এ ধরনের গাড়িতে চড়ার ঘটনাকে ‘স্মরণীয়’ বলে উল্লেখ করছেন বিল গেটস। সড়কের যথাযত নিয়ম মেনে গাড়িটির চলাচলের ক্ষমতা দেখে মুগ্ধ তিনি।

ব্লগ পোস্টে তিনি লিখেন, অদূর ভবিষ্যতে সব গাড়িই স্বয়ংক্রিয়ভাবে চলবে। তখন চালকের দরকার হবে না। এ দিনটি খুব বেশি দূরে নয়। লন্ডনের রাস্তায় স্বয়ংক্রিয় গাড়িতে ঘুরে বেড়াতে পেরে বেশ খুশি বলেও পোস্টে লিখেছেন মার্কিন এ ধনকুবের।

বুধবার ‘হ্যান্ডস অব দ্য হুইল: দ্য রুলস অব দ্য রোড আর অ্যাবাউট টু চেঞ্জ’ শিরোনামে লেখা ব্লগ পোস্টে বিল গেটস এ কথাগুলো লিখেছেন। তিনি লিখেন, কল্পনাযোগ্য ড্রাইভিং পরিবেশগুলো মধ্যে একটি ছিল লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ানো।

লন্ডনে স্বয়ংক্রিয় গাড়িতে ভ্রমণের সময় ওয়েভের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা অ্যালেক্স কেন্ডালও গেটসের সঙ্গে ছিলেন। ব্রিটেনের প্রযুক্তিগত স্টার্টআপ প্রতিষ্ঠান ওয়েভ বর্তমানে স্বয়ংক্রিয় পদ্ধতির গাড়ি নিয়ে কাজ করছে।

যে পরিবেশের মধ্য দিয়ে গাড়িটি রাস্তায় পথ চলেছে, তা খুব চ্যালেঞ্জিং ছিল বলেও ব্লগ পোস্টে উল্লেখ করেছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]