শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে অচল কুষ্টিয়া, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে অচল কুষ্টিয়া, দুর্ভোগ চরমে

শ্রমিকদের মারধরের প্রতিবাদে কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট।

শনিবার (০৮ এপ্রিল) সকালে দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে কুষ্টিয়া থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুষ্টিয়া শহরের মজমপুর বাস ডিপো থেকে বিভিন্ন রুটে যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করলেও যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।

এর আগে শুক্রবার (০৭ এপ্রিল) সকালে এ বাস ধর্মঘট শুরু হয়।

যাত্রীরা জানান, পরিবারের সদস্যকে নিয়ে যাবেন ফরিদপুর, খুলনাসহ নিজ নিজ গন্তব্যে। দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও যেতে না পারায় তারা ক্ষোভ ঝাড়েন। জনসাধারণকে জিম্মি করে এসব ধর্মঘট করা অযৌক্তিক বলছেন তারা।

তবে শ্রমিক নেতারা বলছেন, খুলনা রুটে চলাচলকারী আমাদের ৩৬টি গাড়ির মধ্যে ১৫টি গাড়িই ঝিনাইদহের মালিকদের। আমাদের জেলার হাইওয়ে কম। আগে খোকসা, পশ্চিমে খলিসাকুণ্ডি ও ভেড়ামারা লালনশাহ্ ব্রিজ এবং দক্ষিণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট। এই কারণে ঝিনাইদহের মালিকদের অন্যায় দাবি মেনে চলতে হয় আমাদের। তবুও বিষয়টি নিয়ে আলোচনাসভা করা হয়। সেখানেই বাসের স্টাফদের মারধর করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা বাস ধর্মঘটের ডাক দিয়েছি। স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা সড়কে ফিরব না।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, গত ৩ এপ্রিল থেকে ঝিনাইদহের মোটর-শ্রমিকরা কুষ্টিয়ার বাস ওই জেলার ওপর দিয়ে চলতে দিচ্ছে না। বেশ কিছুদিন থেকে ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা তাদের মালিকানাধীন বাসের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে নতুন ট্রিপ চাচ্ছেন। আমাদের পক্ষে বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে তাদের সঙ্গে বসি। এ সময় সেখানে তারা কুষ্টিয়ার বাসের স্টাফদের মারধর করে তাড়িয়ে দেন।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি। তারা কোনো পদক্ষেপ না নেয়ায় এ সিদ্ধান্তে খুলনা-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে অনেকেই আমাদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নিতে চাচ্ছেন। তবে আমরা স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের ১০ এপ্রিলের মধ্যে গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনে যাব। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান সভাপতি আক্তার হোসেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]