শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশাসন ছাত্রলীগের মতো সন্ত্রাসীর ভূমিকা পালন করছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

প্রশাসন ছাত্রলীগের মতো সন্ত্রাসীর ভূমিকা পালন করছে: সেলিমা রহমান

প্রশাসন প্রশাসনের জায়গায় নেই, তারা ছাত্রলীগের মতো সন্ত্রাসী বাহিনীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেলিমা রহমান বলেন, সরকার বিএনপির সঙ্গে জনসম্পৃক্ততা দেখে আগামী নির্বাচনকে ভয় পাচ্ছে। তাই আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার।

‘বর্তমান সময়ে রাষ্ট্র রক্ষক হয়ে সরকার ভক্ষকের ভূমিকা পালন করছে। সাধারণ মানুষকে সরকার পুড়িয়ে মারছে। তার প্রমাণ বঙ্গবাজারের আগুন। বৈধ বা অবৈধ যেই হোক এ ধরনের ঘটনায় সরকারের দায় থাকে। সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ থেকে বোঝা যায় সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে।’

নাটোরে র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর প্রসঙ্গে বিএনপির এ নারী নেত্রী বলেন, এ ঘটনায় র‌্যাব কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। আইন না মেনে যখন-তখন মানুষকে তুলে নেয়ার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকারী বাহিনীতে পরিণত হয়েছে।

জাতীয় সংসদের ৫০ বছরপূর্তিতে সংসদে আইন প্রণয়নের কোনো ক্ষমতা নেই। সেখানে এক ব্যক্তির গুণগান আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান।

তিনি বলেন, দেশে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ চলছে। সরকার নারী-পুরুষ সবার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করছে। এ আইন ব্যবহারের মাধ্যমে সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে।

বিএনপি তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছে। সরকার বিভিন্ন জায়গায় বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। আবারও অবৈধভাবে সরকার ক্ষমতায় আসার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]