সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছয় কোটি ডলার ঋণ নেবে বার্জার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ছয় কোটি ডলার ঋণ নেবে বার্জার

যুক্তরাজ্যভিত্তিক নিজেদের মূল প্রতিষ্ঠান জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্টস (এশিয়া) থেকে ছয় কোটি ডলার ইউএস ডলার ঋণ নেবে বার্জার পেইন্টস বাংলাদেশ। কাঁচামাল আমদানিতে ঋণপত্র খোলার জন্য ব্যবসার প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এ ঋণ নেওয়া হবে।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বার্জারের পরিচালনা পর্ষদ এরই মধ্যে এ ঋণ চুক্তির নীতিমালা অনুমোদন দিয়েছে। বার্জার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদনের জন্য আবেদন করছে। সুদের হার এবং ঋণ পরিশোধের সময় অনুমোদন প্রক্রিয়া চলাকালে নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নির্ধারণ করা হবে।

 

এ বিষয়ে বার্জারের প্রধান আর্থিক কর্মকর্তা সাজ্জাদ রহিম চৌধুরী বলেন, ‘ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে আমাদের প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহারের সুযোগ থাকতে হবে। এ ছাড়াও এ পদক্ষেপ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রতি বার্জারের প্রতিশ্রুতির অংশ।’

উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের জন্য সুনাম রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশের। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৪৬ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১১ অপরাহ্ণ | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]