মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পণ্যবাহী পরিবহনে যাত্রী ওঠালেই ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

পণ্যবাহী পরিবহনে যাত্রী ওঠালেই ব্যবস্থা: আইজিপি

ঈদযাত্রায় দুর্ঘটনারোধে পণ্যবাহী পরিবহনে যাত্রী পরিবহন করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুরের চান্দনায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন ট্রাকে মানুষ উঠছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নামিয়ে দিয়ে ট্রাকগুলো সরিয়ে নিচ্ছে। এরপর আবারও উঠছে। এই কাজটি আমরা নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছি। আমি যাত্রী সাধারণের কাছ থেকেও সহযোগিতা আশা করব, ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ে তারা যেন নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ না করে। ছাদে ওঠার জন্য আগে যে ব্যবস্থা ছিল; সিঁড়িগুলো কিন্তু এখন নেই। এটা অপসারণ করা হয়েছে যাতে ছাদে উঠে কেউ দুর্ঘটনার শিকার না হয়।

পুলিশ মহাপরিদর্শক বলেন, আমাদের টহল দলের পাশাপাশি কোনো জায়গায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করার জন্য আমরা বিভিন্ন স্থানে মোটরসাইকেল টিম রেখেছি। কোথাও যানজট হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল টিম দিয়ে চিহ্নিত করে দ্রুততম সময়ে অপসারণ করার ব্যবস্থা নিচ্ছি।

এর আগে চান্দনা চৌরাস্তায় যানবাহন ও যাত্রীর খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক। পরিদর্শন করেন সড়কের বিভিন্ন পয়েন্ট।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]