নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্যে দিয়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় এসএসসি-৯৮ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পীরগঞ্জের শাহ আব্দুর রউফ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় আনন্দ র্যালি। বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে নাচে-গানে মাতোয়ারা হয়ে উপজেলার নানান স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন র্যালিতে।
সরকারী কলেজ চত্বরে আবার যেন বসেছিল পুরোনো দিনের আড্ডা। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সবাই। র্যালিটি কলেজ থেকে ড. এম এ ওয়াজেদ ওয়াজেদ মিয়া সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে স্কুল ভিত্তিক বন্ধুরা গ্রুপ ফটোসেশনে অংশ নেন। এরপর র্যালিটি বাজার মোড় হয়ে আবার কলেজে গিয়ে শেষ হয়।
মধ্যাহ্ণ ভোজের পর স্মৃতিচারণ, র্যাফল ড্র, লটারি, সকল বন্ধুদের জন্য স্মৃতি স্বরূপ ক্রেস্ট উপহার দেওয়া হয়।
প্রোগ্রাম সম্পর্কে জানতে চাইলে ৯৮ ব্যাচের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সফিউল আলম প্রধান কমল বলেন, ‘স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে অত্যন্ত জাকজমকপূর্ণ প্রোগ্রাম হয়েছে, দীর্ঘদিন বিরতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা ঐক্যবদ্ধ হতে পেরেছি, এ এক বিরাট পাওয়া। প্রতি বছরই এ ধরনের প্রোগ্রাম ও ভবিষ্যতে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আশা করছি ভবিষ্যতে আরো ভালো কিছু হবে।’
রেজওয়ানুল হক জিহাদ বলেন,’আমাদের এ আনন্দ উল্লাস শুধু আমাদের মধ্যই সীমাবদ্ধ থাকবে না। ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দুস্থ মানুষের সহায়তায় ছুটে যাযে এলাকার বিভিন্ন প্রান্তে।’
পুনর্মিলনীতে অংশ নেওয়া তৌহিদুর রহমান বলেন, ‘এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন সামজিক উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চাই।’
সেখানকার নূর মো: জাহিদুল ইসলাম (জাহিদ) বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই কার্যক্রম ও বন্ধুত্বের বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে বলে বিশ্বাস করি।’
সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে গানে-আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী রাকিব রাফি, রাবেয়া সেতু ও তৌহিদ” এবং স্থানীয় শিল্পীদের নিয়ে কনসার্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়। সে সময় সবার চোখেমুখে ছিল পুনর্মিলনীর উচ্ছ্বাস। রাত ১০ টায় সব অনুষ্ঠানের যবনিকা ঘটে।
Posted ৫:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
ajkerograbani.com | Salah Uddin