রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ট্রলার ডুবে নারীর মৃত্যু, বরসহ নিখোঁজ ৪

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

পটুয়াখালীতে ট্রলার ডুবে নারীর মৃত্যু, বরসহ নিখোঁজ ৪

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বুড়াগৌরাঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বর রাব্বি হাওলাদা এবং তার মা-সহ চারজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার বিকেলে দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বর রাব্বি হাওলাদার উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে। এছাড়া নিখোঁজ অন্যরা হলেন- রাব্বি হাওলাদারের মা সেলিনা আক্তার, উত্তর রণগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা। মৃত নারীর নাম লিপি বেগম। তিনি রাব্বি হাওলাদারের ফুপু।

জানা যায়, রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় কয়েকদিন আগে। গত মঙ্গলবার রাব্বি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে আনতে কনের বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪ থেকে ১৫ জন আত্মীয়স্বজনকে নিয়ে ট্রলারে বাড়ির ফিরছিলেন তিনি। পথে আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি বুড়াগৌরাঙ্গ নদীতে ডুবে যায়।

দশমিনা থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]