সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৯ ঘণ্টা পর বিয়ের পোশাকেই মায়ের সঙ্গে ভাসছিল বর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

পটুয়াখালীর দশমিনায় বুড়াগৌড়াঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ বর ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখনো নিখোঁজ রয়েছে উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে আট বছরের মানসুরা ও উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে পাঁচ বছরের খাদিজা।

রোববার সকালে বদনার চর নামক স্থান থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতরা হলেন- গুলি আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার ও তার মা স্ত্রী সেলিনা আক্তার।

পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার রেজওয়ান বলেন, ট্রলারডুবির ঘটনার পর থেকেই আমরা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছি। সকালে বদনার চর নামক জায়গায় বর রাব্বি ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুটি শিশুর মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল বিকেলে বুড়াগৌরাঙ্গ নদীতে ১৫ জন যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখনো আরো দুজন নিখোঁজ রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]