বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাসহ ১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট

চলমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগে ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। ১৩ মে সারাদেশে দলটির ৮২ সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিরোধী নেতাকর্মীকে গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, সারাদেশে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া জিনজিরায় সকাল ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন।

অন্যান্য জেলা ও মহানগরে কর্মসূচি বাস্তবায়নেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে বগুড়ায় দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,  মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, লক্ষ্মীপুরে স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,  শেরপুরে স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান, খাগড়াছড়িতে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পিরোজপুরে যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মাদারীপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সৈয়দপুরে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত থাকবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]