শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: নতুন রণক্ষেত্র বেলগোরোদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩ | প্রিন্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: নতুন রণক্ষেত্র বেলগোরোদ

ইউক্রেনে চালানো আগ্রাসন বর্তমানে রাশিয়ানদের দোরগোড়ায় পৌঁছে গেছে। ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদে হামলার মধ্য দিয়ে রাশিয়ান অঞ্চলের বাসিন্দারা যুদ্ধের ভয়াবহতা বুঝতে শুরু করেছেন। মে মাসের শেষ পাঁচ দিনে বেলগোরোদের একটি স্কুলের ইংরেজি শিক্ষক রুসলান সেখানে প্রথমবারের মতো একাধিক রকেট লঞ্চার হামলার স্বতন্ত্র শব্দ শুনতে পান। তিনি বলেন, সবকিছু পরিবর্তন হয়ে গেছে।
ইউক্রেনের দিনিপ্রো শহর ও রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে পাল্টাপাল্টি হামলায় ২২ জন হতাহত হয়েছেন। এর মধ্যে বেলগোরোদে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে দু’জন নিহত হয়েছেন। অন্যদিকে দিনিপ্রোতে রুশ হামলায় ২০ জন আহত হয়েছেন। হামলায় সেখানে আরো অনেকে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। রোববার পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে উদ্ধারকারীদের দোতলা ভবনের ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান করতে দেখা গেছে।

অন্য একজন কর্মকর্তা বলেছেন, আহতদের মধ্যে পাঁচ শিশু এবং একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। এসব ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। জেলেনস্কি টেলিগ্রামে জানান, বিস্ফোরণে দুটি ভবনের ক্ষতি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, ধ্বংসস্তূপের নিচে মানুষ আছে। রাশিয়া আবার প্রমাণ করল, এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র।

এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার নতুন আরেকটি রেকর্ড গড়েছে ভারত। গত মে মাসে দেশটি রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে, তা সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র থেকে কেনা মোট তেলের চেয়েও বেশি। খবর নিউইয়র্ক টাইমস ও রয়টার্সের।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(218 বার পঠিত)
(195 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]