বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানির নিচে টানা ১০০ দিন কাটালেন গবেষক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট

পানির নিচে টানা ১০০ দিন কাটালেন গবেষক

আটলান্টিক মহাসাগরের পানির নিচে টানা ১০০ দিন কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড. জোসেফ দিতুরি (৫৫)। অবশ্য, এ ১০০ দিন তিনি ব্যস্ত ছিলেন গবেষণা নিয়ে। তার গবেষণার মূল উদ্দেশ্য ছিলো- চিকিৎসা শাস্ত্র ও জলজ গবেষণাকে সংযুক্ত করা। মানুষ প্রতিকূল পরিবেশে কতোদিন থাকতে পারে- সেটা দেখাই ছিলো ড. জোসেফের উদ্দেশ্য।

শুক্রবার (৯ জুন) মুহূর্মুহূ করতালির মাধ্যমে ভূপৃষ্ঠে স্বাগত জানানো হয়, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ দিতুরিকে।

ভূপৃষ্ঠে ওঠার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় গেছে, দীর্ঘসময় সূর্যের আলো না পাওয়ায় পরিবর্তিত হয়েছে শুধু ড. দিতুরির ত্বকের রঙ। এছাড়া তার আর তেমন কোনো শারীরিক সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। মূলত, প্রতিকূল পরিবেশে মানবজাতি কতোটা সময় টিকে থাকতে পারে- এটাই ছিলো দিতুরির গবেষণার বিষয়।

প্রোজেক্ট নেপচুন১০০ এর গবেষক ড. জোসেফ দিতুরি বলেন, ১০০ দিন পর পানির বাইরে এসে সবচেয়ে উপভোগ করছি সূর্যের তাপ। এমন রেকর্ড কখনই হয়নি। এটা অনেকটা সীমানা অতিক্রমের মতো বিষয়। এ গবেষণার মাধ্যমে পানির নিচে মানুষের সহনশীলতার মাত্রা আর বিচ্ছিন্ন-সীমাবদ্ধ ও প্রতিকূল পরিবেশে কীভাবে টিকে থাকা সম্ভব সেটিই পরীক্ষা করে দেখা হয়েছে।

অবশ্য, এ সময় শুধু পানি আর জীবজগৎ নিয়েই গবেষণা করেননি ড. দিতুরি। জানা গেছে, কি লারগো লেকের নিচে ছিলো তার ১০০ বর্গফুটের একটি বাংকার। পানির ৩০ ফুট গভীরে থাকা এ বাংকারে ছিলো শোবার ও বসার আলাদা দুটি ঘর। ছোট্ট রান্নার জায়গায় সারতেন খাবারের আয়োজন। এমনকি, মেডিকেল টিম এবং শিক্ষার্থীরা মাঝে-মাঝে সেখানে গিয়ে তার সাথে দেখাও করতেন।

ড. জোসেফ দিতুরি আরো বলেন, এ অভিযানের সবচেয়ে আনন্দময় অংশ ছিলো, অন্তত ৫ হাজার শিক্ষার্থীর সাথে যোগাযোগ। সামুদ্রিক পরিবেশের সংরক্ষণ, সুরক্ষা এবং সেগুলোর পুনরুজ্জীবনের ব্যাপারে নতুন প্রজন্মকে জানাতে পেরেছি অনেক নতুন তথ্য। কিছুদিনের মধ্যেই আবারও পানিতে ফিরে যাবার পরিকল্পনা আছে। ততোদিন পরিবার-প্রিয়জনের সাথে সময় কাটাতে চাই।

প্রসঙ্গত, ২০১৪ সালে টেনেসি বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক নিয়েছিলেন একই উদ্যোগ। সে বার তারা পানির নিচে ছিলেন টানা ৭৩ দিন।

সূত্র: ডেইলি মেইল

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(229 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]