বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার হৃদয় ব্যথায় ভরা: নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট

আমার হৃদয় ব্যথায় ভরা: নরেন্দ্র মোদি

‘আমার হৃদয় ব্যথা ও ক্ষোভে ভরা। সারা দেশ লজ্জিত’ এ মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটানোর ভিডিও ছড়িয়ে পরার পরের দিন বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করলেন।

যেকোনো সভ্য জাতির জন্য এমন ঘটনা লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না।

নরেন্দ্র মোদি বলেন, আমি জাতিকে এই আশ্বাস দিতে চাই যে, এই ঘটনার সঙ্গে জড়িত কোনো অপরাধীই পার পাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মণিপুরে নারীর সঙ্গে যা ঘটেছে তা কখনও ক্ষমা করা যাবে না।

সংসদে বর্ষা মৌসুমের অধিবেধন শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি এই গণতন্ত্রের মন্দিরের পাশে দাঁড়িয়ে বলছি আমার হৃদয় ব্যথা ও ক্রোধে ভরা। যেকোনো সভ্য জাতির জন্য এটি লজ্জাজনক। সারা দেশ এ ঘটনায় লজ্জিত।

মণিপুরের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে তাদের রাজ্যে আইনশৃঙ্খলা জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য রাজস্থান, ছত্তিশগড়, মণিপুরসহ ভারতের প্রতিটি জায়গায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের কাজ করা উচিত।

এদিকে মণিপুরের রোমহর্ষক এই ঘটনা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেছে বিরোধী দলগুলো। ১৫ জন সংসদ সদস্য মণিপুর নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছেন।

ঘটনাটির ৭৭ দিন পর বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই দুই নারীকে একটি মাঠে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার আদিবাসী একটি সংগঠন। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম (আইটিএলএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গত  ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটেছে।

এ নিয়ে দেশজুড়ে ব্যাপক নিন্দা চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হেরাদাস (৩২) নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে থাউবাল জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ভিডিওতে তাকে সবুজ টি-শার্ট পরা অবস্থায় দেখা গেছে।

প্রসঙ্গত, মণিপুরে জাতিগত সহিংসতায় ১২০ জনেরও বেশি মানুষ মারা গেছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]