শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার রাস্তায় মিলল বাংলাদেশি পরিবারের পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ জুলাই ২০২৩ | প্রিন্ট

কলকাতায় ক্যান্সারের চিকিৎসা করতে এসে মহাবিপাকে পড়েছিল এক বাংলাদেশি পরিবার। হারিয়ে ফেলেছিল পাসপোর্টসহ জরুরি কাগজপত্র। পাসপোর্ট না থাকায় কলকাতায় এসেও অনিশ্চিত হয়ে পড়ে ক্যান্সারের চিকিৎসা থেকে হোটেলে এক রাত থাকার ব্যবস্থাও। কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরলেও ভাগ্য সহায় হয়নি। এমন সময় বাংলাদেশি পরিবারটির কাছে হাজির কলকাতা পুলিশ।

বাংলাদেশি পরিবারটির পরিচয় গোপন রেখে পাসপোর্ট ফিরে পাওয়ার গল্পটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ জানায়, ‘এভাবেও ফিরে পাওয়া যায়! গতকাল (শনিবার) রাত সোয়া ১০টার দিকে শিয়ালদহ ফ্লাইওভারের কাছে টহল দিচ্ছিলেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট শাব্বির খান। হঠাৎ নজরে পড়ে, রাস্তার ধারে পড়ে রয়েছে একটি প্লাস্টিকের ব্যাগ, দেখে মনে হয় ভেতরে ব্যাংকের পাসবই জাতীয় কিছু আছে। ভালো করে দেখে তিনি বোঝেন, পাসবই নয়, পাসপোর্ট। তবে ভারতের নয়, বাংলাদেশের। এরপর পাসপোর্টে দেওয়া ফোন নম্বরগুলোর সঙ্গে আন্তর্জাতিক কলিং অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করার চেষ্টা করেন শাব্বির। এ সময় একটি নম্বর লেগেও যায়। সেই ব্যক্তিকে শিয়ালদহে এসে তার সঙ্গে দেখা করতে বলেন শাব্বির।’

আরও বলা হয়,  ‘সেই ব্যক্তির কাছে তিনি জানতে পারেন, গত এক সপ্তাহ ধরে পরিবারের দুজন সদস্যের সঙ্গে তিনি কলকাতায় রয়েছেন ক্যান্সারের চিকিৎসার জন্য। গতকাল হাওড়া স্টেশন যাওয়ার পথে তাদের পাসপোর্ট হারিয়ে ফেলেন তারা। পরে হাওড়া জিআরপিতে অভিযোগ করেন। সবকয়টি পাসপোর্ট এবার সেই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। পাসপোর্ট ফেরত পেয়ে শাব্বির ও কলকাতা ট্রাফিক পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশি পরিবারটি।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]