রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ দিনের লাগাতার কর্মসূচি দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

১৫ দিনের লাগাতার কর্মসূচি দিল বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে রোডমার্চ, সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
জাতীয় নির্বাচনের ফসিল ঘোষণার আগেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায় বিএনপি। ছবি: সংগৃহীত

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করে দলটি।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক মাসের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে সফলতা পেতে চায় বিএনপি। তাই আন্দোলনে ভিন্নতা আনছেন তারা। এ লক্ষ্যে সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে কর্মসূচির খসড়া তৈরি করেন। পরে দলের শীর্ষ নেতৃত্বের সুপারিশের ভিত্তিতে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের ধারণা, আগামী অক্টোবর অথবা নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে অক্টোবরেই চূড়ান্ত আন্দোলনের জন্য উপযুক্ত সময়। তাই তফসিল ঘোষণার আগেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চান তারা। এমন চিন্তা থেকেই ১৫ দিনের কর্মসূচি দিলো দলটি।

এই কর্মসূচির পর আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরবর্তী কর্মসূচি কী হতে পারে তা নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]