শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিলেন দোলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিলেন দোলন

ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের মা-মাটি ও মানুষের প্রিয়নেতা, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

শুক্রবার দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ জাটিগ্রাম, টগরবন্দ ইউনিয়নের টগরবন্দ, মালা, বড়বাগ, তিতুরকান্দি, কৃষ্ণপুরসহ ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামগুলো পরিদর্শন করেন তিনি।

এসময় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঝড়ে আহত কয়েকজনকে আর্থিক সহযোগিতা দেন দোলন। সেইসঙ্গে তাঁর প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে বিদ্যাধর এলাকায় প্রাক্তন শিক্ষক মরহুম তোজাম্মেল হক মৃধার কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন আরিফুর রহমান দোলন।

বৃহস্পতিবার বিকালে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে। মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার দুটি ইউনিয়নের সাতটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এতে আড়াই শতাধিক ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কমপক্ষে কয়েক সহস্রাধিক গাছ উপড়ে পড়েছে। কয়েকটি খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় খোলা আকাশের নিচে ও আশপাশের এলাকায় ক্ষতিগ্রস্তরা অনেকেই অবস্থান নিয়েছে।

পরিদর্শনকালে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য আহসান হাবীব হাসান শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা, গোপালপুর ইউপি সদস্য টিটন মোল্লা, ইব্রাহিম মোল্যা প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]