শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিহতের পরিবারকে ১ লাখ, আহতদের চিকিৎসার খরচ রেল মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

নিহতের পরিবারকে ১ লাখ, আহতদের চিকিৎসার খরচ রেল মন্ত্রণালয়ের

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কিশোরগঞ্জের ভৈরবে রেল দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার সব খরচ রেলপথ মন্ত্রণালয় বহন করবে।

বৃহস্পতিবার রেলভবনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, এ ঘটনায় রেলপথ মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট ৩ জনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন পর একটি বড় দুর্ঘটনা ঘটল। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে- রেল দুর্ঘটনায় মোট ২০ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৩৫ জন। আহতদের মধ্যে মোট ১০ জন এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর আমি দেশের বাইরে ছিলাম। ২৭ অক্টোবর অবধি আমার সেখানে অবস্থানের কথা ছিলো। কিন্তু এ দুর্ঘটনার পর আমি যাত্রা বাতিল করে গতকালই ঢাকা ফিরে এসেছি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]