শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জো বাইডেনের কথিত সেই উপদেষ্টা কারাগারে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম মিয়া ওরফে আরেফিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাসপোর্ট অনুযায়ী তার আসল নাম জাহিদুল ইসলাম মিয়া। তিনি বাংলাদেশি-আমেরিকান।

সোমবার দুপুরে তাকে পল্টন থানা পুলিশ আদালতে হাজির করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য জাহিদুলকে পুলিশ রিমান্ডের আবেদন করেনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, রোববার পল্টন থানায় মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে কথিত উপদেষ্টাসহ তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার বাকি দুই আসামি হলেন- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেন।

পুলিশ জানায়, অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার আরেফিকে আটক করে পুলিশ। পরে তাকে সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।

ডিবি সূত্র জানায়, জাহিদুল ২৮ অক্টোবরের কর্মসূচির বিষয়ে অবগত ছিলেন না। চৌধুরী হাসান সারওয়ার্দী তাকে বিএনপি অফিসে নিয়ে যান। সেখানে বিএনপি নেতা ইশরাকের উপস্থিত কথা বলেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]